ফেসবুক দক্ষতার সাথে ব্যবহারের জন্য বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন




ফেসবুক দক্ষতার সাথে ব্যবহারের জন্য বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন



আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম ফেসবুক। বর্তমানে ছোট থেকে বড় এবং বৃদ্ধ প্রাপ্তবয়স্ক এমন কোন মানুষ নেই যে তার একটা ফেসবুক একাউন্ট নেই। আমাদের দৈনন্দিন জীবনের সকল ঘটনা ফেসবুকে সকলকে জানানো, এবং নতুনকে জানার জন্য, এবং যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম এই ফেসবুক বিশাল জনপ্রিয়তা লাভ করেছে।

তাই ফেসবুকে ভালোভাবে জানার জন্য এবং দক্ষতার সাথে ব্যবহার করার জন্য বিষয়গুলি জেনে রাখা দরকার।
অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন তারা জানেন না ফেসবুকের নিত্য নতুন পরিবর্তনের কথা।




ফেসবুকের নতুন টিপস গুলো জেনে নিন।


এনিমেটেড প্রোফাইল পিকচার: ফেসবুক তাদের মোবাইল অ্যাপসে কিছু পরিবর্তন এনেছে। ফেসবুক ব্যবহারকারী তার কভার ফটোর জায়গাতে এনিমেটেড ভিডিও আপলোড করতে পারবে। ভিডিওটি নাড়াচাড়া করবে। এবং ৩৬০ ডিগ্রী পিকচার আপলোড করতে পারবেন। সেটাও নাড়াচাড়া করবে।

এতে করে ফেসবুক ব্যবহারকারীর টাইমলাইন আরও আকর্ষণীয় করে তুলবে। তবে এই সুবিধাটা তারাই পাবেন, যারা ফেসবুকের অ্যাপস ব্যবহার করে থাকেন।


বিরক্তিকর পোস্ট থেকে রক্ষা:

অনেক সময় দেখা যায় কোন ফেসবুক ফ্রেন্ড বা অপরিচিত ফ্রেন্ড ফেসবুকে প্রতিদিন ছবি ভিডিও আপলোড করে এমন কি আপত্তিকর কিছু শেয়ার করে, যার ফলে আপনাকে অনেক সময় বিবৃতিকর অবস্থায় ফেলে দেয়। কিন্তু আপনি ওই ফ্রেন্ড বা বন্ধুকে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে যদি বাদ দিতে না পারেন।
তাকে আনফলো করে রাখতে পারেন। ফলে তার পোস্টগুলি আপনি আর দেখতে পারবেন না। এবং কি আপনার পোস্টগুলো সে দেখতে পারবে না। কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে।
এটা করার জন্য আপনার ওই ফ্রেন্ডের প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর একদম নিচে চলে গিয়ে, আনফলো তে ক্লিক করতে হবে।


বিরক্তিকর ট্যাগ বন্ধ করুন:


কিছু কিছু ফেসবুক ফ্রেন্ড আছে যারা পিকচার বা কোন কিছু আপলোড করার সময় অনেক ফ্রেন্ডদেরকে ট্যাগ করেন। এবং ওই পিকচার এবং পোস্টগুলো যে ফ্রেন্ড কে টেক করবে সেটা তার প্রোফাইলে শো করবে।
আপনি চাইলে এই বিরক্তিকর ট্যাগ আপনার প্রোফাইলে শো হওয়া বন্ধ করে রাখতে পারবেন।
এবং কি আপনার পারমিশন ছাড়া কারো ট্যাগ করা কিছু আপনার টাইমলাইনে থাকবে না।


কারো পোস্ট মিস করতে না চাইলে:

অনেক সময় দেখা যায় নিউজ ফিডের ভিড়ে হারিয়ে যাই অনেক প্রিয় ফ্রেন্ড বা পেজের এর পোস্টগুলো।
তবে নিউজ ফিড প্রেফারেন্স এর মাধ্যমে আপনি আর ওই স্ট্যাটাস গুলি হারাবেন না।
এর জন্য আপনাকে ফেসবুক মোবাইল অ্যাপস থেকে সেটিংস এ যেতে হবে। তারপর মোর অপশনে গিয়ে নিউজ ফিড রেফারেন্স অপশন এ যাবেন। ওই অপশন থেকে বেছে নিতে হবে কোন কোন ফ্রেন্ড বা পেজ এর স্ট্যাটাস গুলি আপনি দেখতে চান। হারাতে চান না।



5000 লাইক ফ্লো সহ ফেসবুক পেজ খুলুন


0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন