একটি কালো মেয়ের সুসাইড নোট।
কালো মেয়েদের নাকি সাজার অধিকারও নেই। কারণ সাজলেও নাকি তাদের অারো বাজে লাগে বউ, প্রেমিকা, গার্লফ্রেন্ড সব কিছুতেই গায়ের রঙ সাদা হওয়া চাই। নইলে বন্ধুমহলে নাকি সম্মান থাকবে না। যারা এতো বড় বড় মুখ করে বলো 'সবই আটা ময়দার কামাল' তাদেরকে কিছু প্রশ্ন করার ছিলো।
এই পৃথিবীর কাছে; সমাজের কাছে কিছু প্রশ্ন করার ছিলো।
* শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেঁটেছ?
* কখনো কোন কালো মেয়ের চোখের তাকিয়ে বলেছ, অামার চোখে তুমি সবচেয়ে সুন্দরী?
* কখনো একজন কালো মেয়ের জন্য কান্না করেছ?
* সেই মেয়েটা অসুস্থ হলে কখনো সারারাত জেগে অপেক্ষা করেছ?
* কখনো কোন কালো মেয়েকে বলেছ, নীলচে শাড়িতে তোমাকে পরীর মতো লাগবে?
* কখনো কোন কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ?
* বিয়ের সময় মা-বাবাকে কেউ বলেছ, অামার জন্য একটা শ্যামবরণ প্রতিমা এনে দিও। যার রূপের আলো না থাক মনের আলো দিয়ে অামার সংসারটা আলো করবে। বলেছ কখনো?
১০০ এর মধ্যে ৯৯.৯৯ ভাগ ছেলেদের উত্তরই হবে না। কারণ কালো মেয়েদের নিয়ে কখনো কোন কাব্য, মহাকাব্য রচনা হয় না। তারা কোন গল্পের নায়িকা হয় না। তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্ন দেখায় না। তাদেরকে ঘিরে গড়ে ওঠা সবটাই হয় ফেইক, মিথ্যে। তা না হলে তো বন্ধুদের সামনে নিজের সম্মান থাকবে না। তবে কেন আটা ময়দার এতো বদনাম?
কেন তাহলে সাজতে হয় কুৎসিত কদাকার রমণি কে? সাজতে আসলে তাকে বাধ্য করে কে?
আমি অসুন্দর, সে কি আমার দোষ? তাহলে তো নিজেকে আমি নিখুত ভাবে সৃষ্টি করতাম। অথচ এই বোকা মানুষ গুলো বুঝে না। সৌন্দর্য, তো মরিচিকা। এই পৃথিবী কালো মেয়েদের জন্য নয়। এই সমাজ কালো মেয়েদের জন্য নয়। যুগ যুগ তারা অবহেলিত। দিনশেষে স্বার্থপররা জিতে যায় এবং কালো মেয়েরা হেরে যায়।
#A real story
Tech Saju the tecH master.
একটি মন্তব্য পোস্ট করুন