পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার।
পদ্মা সেতু নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছে, যে পদ্মা সেতুর জন্য প্রায় এক লক্ষ মাথার প্রয়োজন। এবং মাথা কাটার জন্য সরকারের পক্ষ থেকে টিম করে দেয়া দেওয়া হয়েছে। এ সব গুজব ছড়ানোয় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 20 জনকে আটক করা হয়েছে। সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়ানোর তাদের আটক করে পুলিশ এবং র্যাব।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 20 জনকে আটক করা হয়েছে। শহীদুল ইসলাম (২৫) নামে এক যুবককে নড়াইল থেকে র্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র্যাব-৭, ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র্যাব-৯ এবং হায়াতুন নবী (৩১) নামে একজনকে কুমিল্লা থেকে র্যাব-১১ এর সদস্যরা আটক করেছে।
আটকদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (নিরাপত্তা আইন) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে-এমন মিথ্যা গুজব রটানোর দায়ে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরমান হোসেন (২০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে এই গুজব রটনাকারীকে সনাক্ত করে শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
র্যাব-৭ এর চট্টগ্রাম চান্দগাঁও সিপিসি-৩ ক্যাম্পের কমান্ডার মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আরমান পদ্মা সেতুতে মানুষের রক্ত লাগবে, মাথা লাগবে ইত্যাদি মিথ্যা গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে চিহ্নিত করে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। এই ধরনের মিথ্যা গুজব রটনাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে র্যাব জানিয়েছে।
এরকম মিথ্যে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।
একটি মন্তব্য পোস্ট করুন