পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে! গুজব।


পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে! গুজব।


সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গুজব। যা পুরোপুরি ভাবে মিথ্যে ভিত্তিহীন। এটা এমন একটা চক্র এই গুজব ছড়িয়েছে, যারা চায় না আমাদের বাংলাদেশ পদ্মা সেতু হোক ।

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষ।

পদ্মা সেতু নির্মাণে সোশ্যাল মিডিয়ায় যে গুজব প্রচলিত হচ্ছে তা নিম্নরূপ,,,,,,,

গুজব:

((বাংলাদেশের পদ্মাসেতু নির্মান চলতে পথে বাধা হয়েছে তাই ১.০০০০০ বা তার অধিক পরিমানে মানুষের মাথা প্রোয়োজন। পদ্মা সেতুর কাজ চালাতে তাই বাংলাদেশের ৪২ টি দল বের হয়েছে।

এই মাথা সংরক্ষনের জন্য এরা পথে ঘাটে খেলার মাঠে হাট বাজারে ইত্যাদি জায়গাই ঘুরে বেরায় এদের কাছে আছে ধারালো ছুরি এবং বিশাক্ত গ্যাস জা স্প্রে জা ১০/১৫ হাত দূর থেকে স্প্রে করলে মানুষ অজ্ঞান হয়ে যাবে এবং তখন তারা মাথা কেটে নিয়ে জাচ্ছে তাদের লখ্য মাথা কাটা এরভিতরে খুলনায় অনেক মাথা কেটে নেওয়া হয়েছে তাই শাবধানে থাকবেন বাসার সবাইকে সতরক করে দিবেন এবং বাসায় কোন ভিক্ষুক আসলে সাবধানে থাকবেন এবং কোন অপিরিচিতো কেউ আশলে দরজা খুলবেন না।

বেশি বেশি ফরওয়ারড করুন।
এবং অন্যের জীবন রক্ষা করুন।

সাবধান।সাবধান
বাংলাদেশ পদ্দা সেতু নির্মানের জন্য একলক্ষ মানুষের কাল্লা প্রয়োজন যার ফলে জনগণের উপর বড় হুমকি হয়ে দাড়িয়েছে।
তাই,
ভাই ব্রাদাস এসোসিয়াশন এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,আপনি আপনার পরিবারের সদস্যকে সাবধান করে দিন যে, যেনো সাবধান হয়ে চলে।)))

এরকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা চায় না যে বাংলাদেশ পদ্মা সেতু হোক।

এই গুজব পরিহার করার জন্য সরকারিভাবে একটি নোটিশ দেওয়া হয়েছে।



0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন