ফেসবুক প্রোফাইল লক করুন। Facebook profile lock.
সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন?
সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম হলো ফেসবুক। আর ফেসবুক সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে আছে।
সোশ্যাল মিডিয়া ফেসবুক যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু খারাপ দিক রয়েছে। যেমন ধরেন, আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে আপনার পিকচার আপলোড করলেন, এবং আপনার কোন শত্রু বা কোন ক্লায়েন্ট আপনার প্রোফাইল পিকচার চুরি করে নিল, এবং কি আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার আইডেন্টি সংগ্রহ করে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আপনার নামে অপপ্রচার এবং কি আপনাকে বিপদে ফেলতে পারে।
আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করে রাখেন, এত করে আপনার প্রোফাইল শুধু আপনি দেখতে পারবেন। এবং কি কেউ আপনার প্রোফাইল থেকে কিছু চুরি করতে পারবে না।
প্রোফাইল লক করে রাখা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেয়েদের জন্য। কারণ তাদের পিকচার গুলি চুরি হয়ে যায়। এবং তাদের নামে অনেক ফেক আইডি তৈরি করে ব্ল্যাকমেইল করতে থাকে। তাই মেয়েদের জন্য ভালো তাদের ফেসবুক প্রোফাইল লক করে রাখা। এতে করে প্রোফাইল একদম সুরক্ষিত এবং সেফ থাকে।
কিভাবে প্রোফাইল লক করবেন?
প্রোফাইল লক করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যান।
ফেসবুকে লগইন করার পর ফেসবুক হেল্প সেন্টার এ চলে যান।
হেল্প সেন্টার এর সার্চ বক্সে লিখুন profile lock.
তারপর দুটো অপশন আসবে আপনি দ্বিতীয় নাম্বারে ক্লিক করবেন। How do lock profile work. এখানে ক্লিক করার পর আপনি একদম নিচে চলে যাবেন। নিচে আসার পর দেখতে পাবেন লেখা আছে How do lock my profile এখানে ক্লিক করবেন।
আবার দুইটা অপশন আসবে আপনি tech here এখানে ক্লিক করবেন.
এবং একদম নিচে চলে আসবেন দেখবেন লেখা আছে lock your profile. এখানে ক্লিক করে দিবেন। আপনার কাজ শেষ। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যান দেখুন আপনার প্রোফাইল লক হয়ে গেছে।
এই টিউটোরিয়ালটি বুঝতে অসুবিধা হলে আপনি ভিডিওটি দেখুন একদম স্পষ্ট ভাবে বুঝে যাবেন কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়।
একটি মন্তব্য পোস্ট করুন