ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন কোন অ্যাপস ছাড়াই । Tech Saju



ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন এপস ছাড়াই। Tech Saju


আমরা অনেক শখ করে ছবি তুলে থাকি। তো মাঝে মাঝে দেখা যায় যে ছবিটা ভালো হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড টা ভালো হয়নি। ব্যাকগ্রাউন্ড এর কারনে ছবিটা ভালো দেখাচ্ছে না।

এখন আপনি কি করবেন?

চিন্তার কোন কারণ নেই। আপনি 30 সেকেন্ডের ভিতর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তাও আবার কোন অ্যাপ ছাড়াই।

ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার ফোনে প্রথমে এমবি থাকতে হবে। অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে।

আপনার ফোনের ডাটা টা অন করে নিন তারপর Remove.bg এই সাইডে চলে যান।
এই সাইটে গিয়ে আপনি যে কোন ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনি আনলিমিটেড ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।

রিমুভ বিজি এই সাইডে যাবার পর প্রথমে ওপরে দেখতে পারবেন সিলেট ফটোস, ওখানে ক্লিক করবেন, আপনাকে আপনার মেমোরিতে নিয়ে যাওয়া হবে। আপনার মেমোরি থেকে ফটো সিলেক্ট করবেন তারপর ডান করবেন।

আপনার কাজ শেষ এখন দেখতে থাকুন নিমিষেই আপনার ফটো ব্যাকগ্রাউন্ড উদাও হয়ে গেছে।

কোন কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা দেখুন বুঝার কিছু বাকী থাকবে না।
তার পরেও যদি না হয় আপনি কমেন্ট করে বলুন আমি হেল্প করার চেষ্টা করব।

ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন মাত্র 30 সেকেন্ডে। কোন অ্যাপস এর প্রয়োজন নেই। একদম নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কোন ঝামেলা ছাড়াই।

টিউটোরিয়াল টি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।


0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন