ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করুন। How stop autoplay video in Facebook.



ফেসবুকে অটো ভিডিও প্লে বন্ধ করুন। How stop autoplay video in Facebook.


সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম হলো ফেসবুক। আমরা খবর, বিনোদন, গল্প, উপন্যাস আরো অনেক কিছুই পরে থাকি। এবং ফেসবুকে ভিডিও দেখতে পারি। এবং মোবাইলের ভিডিও গুলি অটোমেটিক প্লে হয়ে যায়। 

এমন কিছু ভিডিও আছে যা সকলের সামনে প্লে করা ঠিক নয়। এবং আরো কিছু ভিডিও আছে যেগুলো আপনি দেখতে চান না, সেই ভিডিও গুলোও অটোমেটিক প্লে হয়ে যায়। এতে আপনার অনেক এম্বি অপচয় হয়।

আপনি যদি অটো প্লে ভিডিও বন্ধ করে রাখেন এতে আপনার অনেক এম্বি সাশ্রয় হবে। আর আপনি যে ভিডিও গুলো দেখতে চান না সেই ভিডিও গুলো অটো প্লে হবে না। অটো প্লে ভিডিও বন্ধ করে রাখলে আপনি যদি কোন ভিডিও দেখতে চান, তো সেই ভিডিও তে ক্লিক করলে দেখতে পারবেন।

তো চলুন শুরু করা যাক কিভাবে অটোপ্লে ভিডিও বন্ধ করবেন।

আপনাকে প্রথমে ফেসবুক লগইন করে নিতে হবে। লগইন করার পর একদম উপরে 3ডট বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।



3 ডট থ্রি টপ বাটন এ ক্লিক করার পর একদম নিচে চলে যান, দেখতে পাবেন যে Settings সেটিং অপশন আছে। সেটিং অপশনে ক্লিক করুন।



Settings এ ক্লিক করার পর একদম নিচে চলে যান। দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস আসছে।



Media and contacts এখানে ক্লিক করার পর আরেকটা এন্টারফেস আসবে তো আপনি একটু নিচে খেয়াল করবেন (Auto pley) অটোপ্লে লেখা আছে । ওখাাানে ক্লিক করুন।
Auto play তে ক্লিক করার পর এমন একটা এন্টারপেজ আসবে।


Never autoplay videos এটা টিক মার্ক করে দিন। আপনার কাজ শেষ এখন আর ফেসবুক ভিডিও অটোমেটিক প্লে হবে না।।।

প্রিয় পাঠক কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর না হয় ভিডিও টা দেখুন একদম পরিষ্কার ভাবে বুঝতে পারবেন।

আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো TecH Saju চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এবং টেক বিষয়ক নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট পেতে বেল আইকন টি ক্লিক করে দিন।



1/Post a Comment/Comments

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন